কলমাকান্দায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহঃপ্রতিবার (১১ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী চেংগ্নী এলাকায় ঈদের দিন ঘুরতে যাওয়া তিন যুবক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়ক দু’র্ঘ’ট’না’য় নিহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ৩ যুবকের পরিচয় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের কবিরের ছেলে হৃদয় নিয়া (২২), মজিবুরের ছেলে হালিম হোসেন (১৮) এবং জয়নালের ছেলে নবী হোসেন (৩৫) ও জুয়েল নামে আরেক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এই নিহত তিন যুবকের লা/শ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানার হেফাজতে রয়েছে। স্ব স্ব পরিবারসুত্রে জানা যায়, দুপুরে নিহতরা বাড়ি হতে বের হয়, পরে নাকি লেঙ্গুড়া গিয়ে দুটি মোটরসাইকেল অ্যাকসিডেন্টে মারা যায়।

এদিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে আসি, ময়নাতদন্তের শেষে লাশ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। একটি সড়ক দূর্ঘটনার মামলার প্রস্তুতি চলছে।