কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দায় সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সমম্পাদক ইসলাম উদ্দীনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১আসনের সাংসদ মানু মজুমদার এমপি।

বর্ধিত সভায় উপজেলা কার্যকরী কমিটি, ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদক। অঙ্গ সংগঠন সমূহের সভাপতি সম্পাদক ও উপদেষ্ঠা মন্ডলীর সদস্যগণ অংশ গ্রহণ করেন।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর খালেক তালুকদার। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর আলম হীরা, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল হাফিজ, দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল কাইয়ূম রুপন, জেলা সদস্য, অধ্যাপক অমর ফারুক, কামরুজ্জামান ফারাস দিলিপ, নজরুল ইসলাম ফকির, চপল দত্ত।

এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাক আহমেদ রাজু, আবুল কালাম আজাদ, বজলুর রহমান, নাজিম উদ্দীন, এডভোকেট আব্দুল মজিদ, শামীম আহমেদ, সাইদুর রহমান, মিজানুর রহমান সেলিম, মাতাব উদ্দীন মাতু, মিনারা ইসলাম, মুজিবুর রহমান লাল মিয়া, সন্ধ্যা রানী সাহা, সুবির রঞ্জন সাহা, হাজী জয়নাল আবেদীন, আতিকুর রহমান, আমীন শেখ, রুহুল আমীন, শহর আলী, জহিরুল ইসলাম জীবন, হাসান খান পাঠান, হাবিবুর রহমান হাবিব, সুজন সাহা, পলাশ বিশ্বাস, তরিকুল ইসলাম, অমিত রায়, রুকন উদ্দীন বাবু, সোহেল রানা, প্রমোখ।

বর্ধিত সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির লক্ষে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান অতিথির ভাসনে সাংসদ মানু মজুমদার সরকারের উন্নয়নের ফিরিস্তি প্রতিটি ভোটারের নিকট পৌছে দেওয়ার জন্য অংশ গ্রহণকারীদের প্রতি আহব্বান জানান। এবং আগামী নির্বাচনে বর্তমান সরকার কে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষে সমস্ত ভেদাভেদ ভূলে সর্বাত্মক কাজ করার আহবান জানান।