কলমাকান্দায় একটি হরিণ উদ্ধার করেছে বিজিবি
কলমাকান্দা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি হরিণ আটক করে স্থানীয়রা।
পরে খবর পেয়ে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপি ।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার লেংঙরা ইউনিয়নের তারানগর এলাকায় শিশির মারাক বাড়ীর সংলগ্ন থেকে এই হরিণটি উদ্ধার করা হয়।
লেংঙরা বন বিভাগের পিএম তাজুল ইসলাম জানান , ভারতের কাঁটাতার বেদ করে ছুটে আসা একটি হরিণকে ধাওয়া করে পিছু নেয় স্থানীয় লোকেরা। তারানগর এলাকায় শিশির মারাক বাড়ীর সংলগ্ন পিছনে ঘেরাও করে আটক করে স্থানীয়রা।
পরে খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপির সদস্যরা ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপির সুবেদার ফজলুল হক বারী বলেন, হরিণের উদ্ধারের বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হরিণটি সুস্থ আছে। পরবর্তী নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।