কলমাকান্দায় এক কর্মকর্তা দিয়েই চলছে মহিলা বিষয়ক কার্যালয়

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক কর্মকর্তা দিয়েই চলছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। গত চার বছরেরও বেশি সময় ধরে অফিসটির দুইটি পদশূণ্য থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।

এই কার্যালয়ের অধীনে উপজেলায় একটি প্রকল্পও চালু আছে। এই অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক একটি করে পদ রয়েছে। এর মধ্যে এখানে কর্মরত রয়েছেন শুধু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক মো. আলমগীর হোসেন গত ২০১৯ সালের এপ্রিল বদলি হয়ে চলে যান। ২০২৩ সালে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. আজহারুল ইসলামও বদলি হয়ে চলে যান। তখন থেকেই অফিসটির দুইটি পদ শূন্য রয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম কলমাকান্দা উপজেলা ছাড়াও আরোও একটি উপজেলার দায়িত্ব পালন করছেন। ফলে সপ্তাহে ২ থেকে ৩দিন অফিসটি থাকে কর্মকর্তা শূন্য।

এতে করে সেবা নিতে আসা প্রার্থীদের চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম বলেন, আমি ছাড়া সবকটি পদ শূণ্য থাকায় আমাকে একাই সব কাজ করতে হচ্ছে। একা সব কাজকর্ম চালিয়ে নিতে সমস্যা হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন।