কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ঐতিহাসিক নাজিরপুর যু*দ্ধ দিবস পালিত হয়েছে।
বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলা ও উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই দিবসটি পালিত হয়।
সকাল সাড়ে ১০ টায় নাজিরপুর স্মৃতিসৌধে ও বেলা সাড়ে ১১ টায় লেঙ্গুরা ফুলবাড়ী সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদদের সম্মানে গার্ড অব অনার এবং বিশেষ মোনাজাত হয়। পরে বিকেলে লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
বিশেষ অতিথি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নূরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক সমিতি, স্কাউটসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ জুলাই এই দিনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক তারার নেতৃত্বে পাকসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়।
এতে সাত বীরমুক্তিযোদ্ধা শ*হী*দ হন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের লা-শ বহন করে লেংগুরার ফুলবাড়ী ১১৭২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় সমাহিত করা হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত