কলমাকান্দায় কৃষকদের মাঝে শীতকালীন বীজ বিতরণ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার বে-সরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় তারানগর কমিউনিটি বীজ ব্যাংক ও বাঘবেড় কমিউনিটি বীজ ব্যাংকের উদ্যেগে লেঙ্গরা, রংছাতি, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের ৩৯০ জন কৃষক কৃষাণীর মাঝে ১৭ধরণের শীতকালীন শাক সবজির বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নূর খান, মো. জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, মহিলা মেম্বার জুলেখা খাতুন, আদর্শ কৃষক মতি ঘাগ্রা, বারসিকের কর্মসূচি কর্মকর্তা গুঞ্জমে রেমা ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।