কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাধারণ কৃষকদের সাথে গনেশ্বরী নদীর পানি সুষমা বন্টন নিয়ে মতবিনিময় করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
শক্রবার বিকেল ৩টায় লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ কৃষকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই ইউনিয়নের সকল কৃষকেরা তাদের কৃষি জমিতে এ বছর থেকে কোন হিস্যা দিয়ে নয়, সমবন্টনে বিনা হিস্যায় গণেশ্বরী নদীর পানি ব্যবহার করবেন, আজ থেকে আপনাদের জন্য উন্মুক্ত এই নদীর পানি, কৃষি মৌসুমে পানি রক্ষায় প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করাও হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও শত শত সাধারণ জনগণ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত