কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাতে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল খালেক তাং।
কলমাকান্দা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নিবাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক তাং, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইকুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ফখরুল আলম খসরু, শিক্ষার্থী কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীর উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলা আগামী ৬ ই সেপ্টেম্বর পযন্ত চলবে এবারের কৃষি মেলায় একাধিক বিক্রয় কেন্দ্র থেকে স্বল্প দামে উন্নত মানের চারা গাছ ক্রয় করা যাবে।