কলমাকান্দায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ সমাবেশ
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দায় জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে কলমাকান্দা ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার (২৭ শে অক্টোবর) বেলা ২ টায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সরকারি কলেজের সামনে ক্রিকেটপ্রেমীদের ব্যানার হাতে ভূয়া ভূয়া ধ্বনিতে মেতে উঠে। “এসময় সাকিব হঠাও, ক্রিকেট বাঁচাও” স্লোগানে চারদিক মুখরিত করে তুলে।
উল্লেখ্য, চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে বিশ্বকাপের মাঝপথে দলকে ভারতে রেখে দেশে ফিরে এসে মিরপুরে অনুশীলন শুরু করায় বৃহস্পতিবার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত উৎসুক জনতা সাকিবকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে মেতে ওঠার দৃশ্য চোখে পড়ায়।
এক ঘন্টার এ বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা প্রেমীরা।