কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাস রত অনাগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ৮০জন সুফলভোগীদের মাঝে বিশেষ অনুধান হিসাবে প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়তায় কলমাকান্দা উপজেলার আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ৮০টি বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প।

২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে ৮০জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর তুলে দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফাইযুল ওয়াসীমা নাহাত। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা ডা, কনিকা সরকার, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ অন্যান্য সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত আদিবাসীরা বকনা বাছুর পেয়ে খুশীতে বলেন, এই গরুর বাছুরটি পালন করে বড় করে বিক্রি করতে পারলে আমরা লাভবান হতে পারব।’এবছর গরুর বাছুরও সাস্থ্য ভালো দিয়েছে’ বলেও মন্তব্য করেন সুফলভোগীরা।