কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দায় ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে দিয়ে বিজয় দেবনাথ (২৬) নামের এক অবিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শীববাড়ি রোডের নিলয় সাহার দু'তালা বাসায় এ ঘটনা ঘটে। নিহত বিজয় দেবনাথ কাঁকড়াচরি জেলার (পিতা অজ্ঞাত) ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ চাকরিসূত্রে দুই মাস আগে কলমাকান্দা উপজেলা হাসপাতালে ফার্মাসিষ্ট হয়ে এসেছেন।
সরজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় লোকমুখে এর পেছনে কোন প্রেম ঘটিত বিষয় থাকতে পারে বলে অনেকেই ধারনা করছেন। তবে বাসার মালিক নিলয় সাহা বলেন, আমার বাসায় সে ভাড়া থাকে দু মাস ধরে, ছেলেটার আচার-আচরণ তো ভালোই দেখেছি, কেন যে এমন কাজটি করে বসলো তার কারণ কিছুই জানিনা।
তবে থানার এস আই আমিনুল হোসেন জানায়, মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, তারা আসলে লাশ মর্গে পাঠানো হবে, পরে রিপোর্ট অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত