কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়নের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনা ১ আসনের সাংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী দূর্গাপুর-কলমাকান্দার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন।

শুক্রবার (৩রা মে) দুপুর ১২টায় উপজেলা ইচ্ছেঘুড়ি কপি হাউজে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি জানান, এমপি ও তার দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে সংবাদ সম্মেলনে লিখিত মন্তব্য তুলে ধরেন তিনি।

তার লিখত বক্তব্যে উঠে আসে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছেন, সেখানে আমি একজন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ারম্যান পদপ্রার্থী। মাননীয় সাংসদ সদস্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বমূলক বিভিন্ন আচরণ করছেন। সাধারণ ভোটারদের বিভিন্ন রকম উস্কানী ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পরিবেশের অবনতি ঘটার চেষ্টায় লিপ্ত আছেন, আমি শঙ্কিত! ভবিষ্যতেও এমন আশংকার দাবী জানিয়েছেন ওই প্রার্থী।

এহেন কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ নষ্ট হলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। তাই মাননীয় সাংসদ সদস্য নেত্রকোনা ১ আসনের এমপি মহোদয়কে নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। সংবাদ সম্মেলনে জেলা ও স্থানীয় সংবাদকর্মী, বিশিষ্ট ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

আগামী ৮ মে প্রথম ধাপে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।