কলমাকান্দায় চোরাই পথে আসা ভারতীয় নিষিদ্ধ চিনির সয়লাভ: “টনের টন সুপারি যাচ্ছে ভারতে”

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা লেঙ্গুড়া খারনৈ সীমান্তের অবৈধ পথে অবাধে আসছে ভারতীয় নিষিদ্ধ মাদক, চিনি, কম্বল ও কসমেটিকস আর যাচ্ছে টনের টন সুপারি।

সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় চিনি, কম্বল সয়লাভ কলমাকান্দা উপজেলায়। অভিনব কৌশলে এই চিনি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অপরদিকে পাচার হচ্ছে টনের টন সুপারি ভারতে।নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চোরাকারবারী মহল।

পিকআপ ভ্যান অটো ইজিবাইকসহ মোটরসাইকেলে বহন করছে এসব চিনি ও সুপারি। বালু বুঝাই ট্রাকেও বহন করছে মাদক কম্বলসহ নানা কসমেটিকস চোরাই পণ্য।

সন্ধ্যার অন্ধকারে লেঙ্গুড়া খারনৈ চেংগ্নী সীমান্তের ১১৭৫ ও ১১৭৬  পিলার সংলগ্ন স্থানের রিং কালভার্টের ভেতর দিয়ে চোরাকারবারীরা স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ওপার সীমান্তে বহন করে নিয়ে যাওয়ার এই দৃশ্য ফুটে ওঠে মঙ্গলবার সন্ধ্যায়।

স্থানীয় ভাবে জানা যায় ওই পাচারকারী সুপারির ব্যবসায়ী হচ্ছে হ্নদয় নামের এক যুবক।

এই বিষয়ে তার মুঠো ফোনে বারবার যোগাযোগ করেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

নাম না প্রকাশ করার শর্তে এক আদিবাসী যুবক বলেন, প্রায় প্রতিদিনই এই পথে আসছে ভারতীয় নিষিদ্ধ চিনি, কম্বল, মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য আর ওপারে যাচ্ছে টনের টন সুপারি। এখানকার স্থানীয় ও প্রভাবশালী অনেকেই এই চোরাই ব্যবসার সাথে জড়িত আছে। কে কাকে বারণ করবে। স্থানীয় প্রশাসন এলাকার নেতাদের ম্যানেজ করেই বীরদর্পে চোরাকারবারীরা ব্যবসা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

এবিষয়ে খারনৈ বিওপি সুবেদার আইনুল হক’ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিওপি দায়িত্বে সদ্য যোগদান করেছি, ঠিক আছে, আমরা ব্যবস্থা নেবো।