কলমাকান্দায় জব্দকৃত বালু নিলামে বিক্রি
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রায় ২১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম। পরে ওই মধ্যরাতে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে ১২ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
বালু নিলাম ডাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ। বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সীমান্তবর্তী নদ-নদী থেকে অবৈধভাবে বালু এনে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে কলমাকান্দা বাসস্ট্যান্ড নামক এলাকায় স্তূপ করে রেখেছিল একটি চক্র। এ খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।নিলাম অংশ নেন মুজাহিদ, সাইফুল, মামুন, রতন, বাপ্পী, হিরন, জাফর, রাসেল ও আলমগীর।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশছাড়ার পর থেকে কলমাকান্দা উপজেলায় পাহাড়ি নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বেড়ে গেছে । স্থানীয় প্রশাসন যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন। তাহলে সরকারি কোষাগারে জমা হবে লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে নিলাম ডাকে অংশ নেওয়া ৯ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মামুনের নিকট ১২ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকায় ওই বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্তি অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।