কলমাকান্দায় জাতীয়তাবাদী মহিলাদল ও নারী উন্নয়ন ফোরামেে মানববন্ধন

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল, নারী উন্নয়ন ফোরাম ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ই মার্চ) ১০:৩০ ঘটিকায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সারাদেশের ন্যায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রীবৃন্দ, নারী উন্নয়ন ফোরামের সকল সদস্যবৃন্দ ও মহিলা সমিতির সদস্যরা ধর্ষকদের সর্বোচ্চ ফাঁসির দাবীতে জনসম্মুখে মৃত্যুদন্ড বাস্তবায়ন করতে হবে এই মর্মে ১ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি রেখা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কলি আক্তার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কাজল তাং, রীনা হায়াৎ, নারী উন্নয়ন ফোরামের আহবায়ক সবিতা রানী, কোষাধ্য কল্পনা রানী সরকার, সহ অনেকেই। উক্ত মানববন্ধনে সাধারন মানুষসহ তিনটি সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।