কলমাকান্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) উপজেলার পোগলা ইউনিয়নের বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩নং পোগলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি মোস্তফা কামাল বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি, ইউপি সদস্য সাজ্জাদুজ্জামান খান।
এছাড়াও বিচারকমন্ডলী ও পুরুষ্কার বিতরণে উপস্থিত ছিলেন, উসমান গণি,হামিদুর হক, এমদাদুল হক, সিরাজুল ইসলাম, সমিরণ বিকাশ, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম ও মোহাম্মদ বিদ্যা মিয়া প্রমূখ।।