কলমাকান্দায় ঝড়ের কবলে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় সোনাডুবি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া জেলে অনিল চন্দ্র দাসের (৪৫) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে নোয়াগাঁও এলাকায় হাওরের পানিতে ভেসে ওঠা লাশটি স্বজনেরা উদ্ধার করেন।

নিহত অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে।
নিহতের ছেলে জানান, গত রোববার রাত পৌনে তিনটার দিকে শুরু হয়ে প্রায় ৪০ মিনিট ধরে চলা ঝড়ে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রতিদিনের মতো রোববার রাতে মাছ ধরতে নৌকায় হাওরে যান বাবা। রাত ২টা ৫৪ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। তখন তিনি আবহাওয়া ভালো না বলে বাড়ি ফিরে আসছেন জানান। এর কিছুক্ষণ পর ঝড় শুরু হয়। তারপর থেকে বাবা নিখোঁজ ছিলেন।

সোমবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ করে অনিল চন্দ্রের সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ছয়টার দিকে সেন্টু চন্দ্র দাস নামে এক জেলে হাওরে ভাসমান মরদেহ দেখতে পান।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।