কলমাকান্দায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দা উপজেলায় কাঁঠাল গাছ থেকে চল্লিশ বছর বয়সী বিল্লাল হোসেন নামের এক যুবকের ঝু*ল*ন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের মঙ্গলেশ্বরী নদীর পাড়ে পতিত ভিটায় কাঠাল গাছ থেকে এ ঝু*ল*ন্ত ম*র*দে*হ উ-দ্ধা-র করা হয়। মৃ*ত বিল্লাল হোসেন ওই গ্রামের মো. হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায় খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে আসি পরে মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়।