কলমাকান্দায় তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী “কৃষি প্রযুক্তিি মেলা” উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার র্যালী শেষে উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার, লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া ও খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক প্রমূখ।
মেলায় উপজেলা কৃষি অফিস, বারসিক এনজিও সহ বিভিন্ন নার্সারীর নানা জাতের ফলদ গাছের চারা সাজিয়ে স্টল প্রদর্শন করা হয় । দর্শনার্থী নারী-পুরুষ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের পছন্দের চারা কিনে নেন।