কলমাকান্দা প্রতিনিধি:
" ১০ম গ্রেড আমাদের দাবি নয, আমাদের অধিকার " এ শ্লোগান সামনে নিয়ে দেশব্যাপী ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স সামনে কলমাকান্দা উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবির , সহকারি শিক্ষক অঞ্জন সরকার বাবন, মো. শফিকুল ইসলাম, মো.কামরুল ইসলাম, মো.ফিরোজ মিয়া, মাজেদা আক্তার পুষ্প , মনোয়ারা খাতুন, শহীদুল ইসলাম দুলাল, মো. সাদেকুল ইসলাম, মো. ইসমাইল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা সহকারি শিক্ষক প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের স্বীকার হচ্ছি। আমরা এ বৈষম্য কিছুতেই মানবো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমানের।
অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি।
এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। নয়তো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসুচী দেয়া হবে। দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, শিক্ষকদের প্রানের দাবী গুলো বিবেচনা করে দ্রুত দশম গ্রেডে পদায়ন করার জন্য আহবান জানানো হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত