কলমাকান্দায় দীর্ঘদিনের জমানো ময়লাস্তুপ পরিষ্কারে উদ্যোগ এমপি রুহী’র

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বাউন্ডারি ওয়ালের পাশে দীর্ঘদিনের জমানো ময়লাস্তুপ পরিষ্কারের দায়িত্ব নিলেন এমপি মোস্তাক আহমেদ রুহী।

শনিবার বিকেলে উপজেলা মোড় হয়ে দূর্গাপুর যাওয়ার পথে চোখে পড়ে এই ময়লারস্তুপ। সঙে সঙে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে নির্দেশ দেন এই ময়লারস্তুপ যেনো এখনি পরিষ্কারের উদ্যোগ নেন।

পরে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে দীর্ঘদিনের জমানো ময়লাস্তুপ পরিষ্কারে নেমে পড়ে কিছু স্থানীয় লেভার পার্টি। কয়েকঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় উপজেলা বাউন্ডারী ওয়ালে জমা থাকা দীর্ঘদিনের ময়লাস্তুপের ডিভি।

এই শুভনীয় উদ্যোগের জন্য উপজেলাবাসী সাধুবাদ জানায় এবং প্রশংসায় ভাসিয়ে দেন নন্দিত এমপি মোস্তফা আহমেদ রুহী ভাইকে।।