কলমাকান্দায় দুইদিনব্যাপি কৃষক আনন্দ মেলা শুরু

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
পুরোনো বছরকে বিদায় ও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোণার কলমাকান্দায় শুরু হয়েছে দুইদিনব্যাপি কৃষক আনন্দ মেলা।

এ নিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন । ১৫৭ নেত্রকোণা – ১ আসনের  মাননীয়  সংসদ সদস্য ও কৃষক আনন্দ মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা জননেতা আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী‘র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ মেলা।

আগামী ১৪ ও ১৫ এপ্রিল দুইদিন ব্যাপি ১৫৭  নেত্রকোণা – ১ আসনের কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় একযোগে শুরু হয়েছে এ কৃষক মেলা।

এই আনন্দ মেলায় গান পরিবেশন করবেন, জনপ্রিয় কন্ঠ শিল্পী  কুদ্দুস বয়াতি,  কন্ঠ শিল্পী লায়লা,সুকুমার বাউল,ঐশী, আভাস ব্র্যান্ডের তুহিন ও  ক্ষুদ্র – নৃ গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীবৃন্দের উপস্থাপনা।

কৃষক আনন্দ মেলার প্রস্তুতি অনেকটাই এগিয়ে ,এই আয়োজন ঘিরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।