কলমাকান্দায় দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে ফের মামলা
এ কে এম আব্দুল্লাহ্ঃ
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের রাবার বুলেট ছুড়ার ঘটনায় পুলিশ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরর ৭ দিন পর এবার যুবলীগ নেতা বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে।
কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল বের করে নেতাকর্মীরা সদরের বিএনপি কার্যালয়ে আসতে শুরু করে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঁধা দিলে তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে ইউপি সদস্য ও কলমাকান্দা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমজাদ মিয়াসহ আওয়ামী লীগ ও বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় কলমাকান্দা থানার এস আই জয়নাল আবেদীন বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামী করে ২রা সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়েরর ৭ দিন পর কলমাকান্দা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ইউপি সদস্য এমজাদ মিয়া আহত হওয়ার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা জলিল মিয়া বাদি হয়ে কলমাকান্দায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে শনিবার কলমাকান্দা থানায় আরেকটি মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক ও খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রবিনসহ মোট ১৫ জন। মামলায় আরো ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সাথে শনিবার বিকালে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ মামলায় আড়ালিয়া গৌরীপুর গ্রামের রমজান আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।