কলমাকান্দায় দোকানে চুরি, নগদ টাকা ও মালামাল লুট, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাড়িগাতি গ্রামের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের চালের টিন কেটে প্রায় আড়াই লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
ঘটনার পর মঙ্গলবার (১ এপ্রিল) ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো: কায়েশ আহমেদ সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আনসার ভিডিপির সদস্য ও উপজেলার বিষমপুর এলাকার হাড়িগাতি গ্রামের মোঃ আঃ গণি’র ছেলে। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি ভিডিপি সেবা পদক পেয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ মার্চ রাত ১১টার দোকান মালিক মো. কায়েশ আহমেদ তার ব্যবসায়িক কার্যক্রম শেষ করে দোকান তালাবদ্ধ করে বড় ভাই মো. কাউছার আহমেদের সঙ্গে নিজ বাড়িতে চলে যান। পরদিন ১ এপ্রিল সকাল ৭টার দিকে কাউছার আহমেদ দোকানে গিয়ে দেখেন শাটারের এক অংশ খোলা এবং উপরের টিন কাটা অবস্থায় রয়েছে।
দোকানে প্রবেশ করে দেখা যায়, কম্পিউটারের পুরো সেট, এলইডি টিভি, প্রিন্টার, সিগারেটের কার্টুন, বিদ্যুতের তার, মিনিট কার্ড, ইউপিএস, র্যাম, ক্যাশ ড্রয়ারে রাখা ৫০ হাজারসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: আশরাফুল আলম বলেন, আমরা উনার অভিযোগটি পেয়েছি। সাথে সাথেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যায় দ্রুত অপরাধী চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা যাবে।