কলমাকান্দায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবসপালিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
” পর্যটন ও শান্তি ” এ প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শুক্রবার উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রাঙ্গণে লেংঙ্গুরা ট্যুরিজম এর আয়োজন এ বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।
নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা 🙂 ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।
স্থানীয় শিক্ষক মো. মাকসুদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লেংঙ্গুরা ট্যুরিজম এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট নৃবিজ্ঞানী আব্দুল মতিন।
এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদার, লেংঙ্গুরা ট্যুরিজম প্রমোটার লিয়াকত আলী, শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন, কবি লোকান্ত শাওন ও শিক্ষার্থী ঝুমা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কলমাকান্দা উপজেলায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এ খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। এ শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি এ শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে সেবার মান বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে। সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন শিল্প অন্যতম ভূমিকা পালন করতে পারবে।