কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামে আজ (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিনাহালা গ্রামের মোঃ আঃ রশিদের পুত্র মাহিম মিয়া বৃহস্পতিবার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডু-বে যায়।
অনেক খোঁজা খুঁজির পর মাহিম কে পরিবারের লোকজন ডোবার পানি থেকে ভা/স/মা/ন অবস্থায় উ*দ্ধা*র করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীম আরা নিপা মৃ*ত ঘো/ষ/ণা করেন।
কলমাকান্দা থানা পুলিশ জানায় মৃত শিশুটির তথ্য নথিভুক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।