কলমাকান্দা প্রতিনিধিঃ:
নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডু'বে রিফাত নামে (১১) এক শিশুর মৃ'ত্যু হয়েছে।
আজ শুক্রবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচ কাঠা রাতকান্দা গ্রামে এ দু'র্ঘ'ট'না ঘটে। রিফাত ওই গ্রামের আবুল কালাম মনোয়ারা দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র রিফাত ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছে। পরিবারের অজান্তে বানের পানিতে ভেলায় খেলতে গিয়ে পানিতে ডু'বে যায়। স্বজনরা পানি থেকে তুলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রিফাত কে কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী মৃ'ত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই রিফাতের ম'র'দে'হ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত