কলমাকান্দা প্রতিনিধিঃ
সত্তরোর্ধ্ব এক কৃষককে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে মৃতের পরিবার! রবিবার (২০ শে আগস্ট) ভোরে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের কৃষক আবুল হোসেন (৭০) কে কথিত স্থানীয় সুদখোররা পরিকল্পনা করে হত্যা করেছে বলে দাবি মৃতের পরিবারের লোকজনের। এর সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেছেন মৃতের পরিবারের স্বজনেরা।
স্থানীয় ও মৃতের পরিবার সুত্রে জানা যায়,দুদিন আগে একই গ্রামের প্রতিবেশী মকবুল দেওয়ানীর ছেলে ইসমাইল দেওয়ানী (৪৫) এর সাথে বরুয়াকোনা বাজার চা-স্টলে জমি ও সুদীভাট্টার টাকা নিয়ে আবুল হোসেনের সাথে ঝগড়া হয়। আবুল হোসেন সময় মত টাকা না দিতে পারায় সুদখোর ইসমাইল দেওয়ানী অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দিয়ে যায় প্রাণ নাশের।
পরিবার জানায় এ ঘটনায় আবুল হোসেন থানায় একটি জিডি করেছিলেন নিরাপত্তার জন্য। এর পরের দিন থেকেই আবুল হোসেন নিখোঁজ। রবিবার ভোরে মহাদেও নদীতে আবুল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়। এমন নির্মম মৃত্যুতে আবুল হোসেনের ছেলে আব্দুল আলী জানান, পিতৃহত্যার ন্যায় বিচার না পেলে নিজে আত্মহত্যা করবো বলেও জানান।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মাহত্যা ময়না তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত