কলমাকান্দায় পিতার ভোটার আইডি কার্ডহীন সন্তানের জন্ম-নিবন্ধনে জঠিলতা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় পিতার ভোটার আইডি কার্ডহীন কন্যা সন্তানের জন্ম- নিবন্ধনে জঠিলতার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের পঙ্গু মেয়ে মর্জিনা খাতুনের কন্যা সন্তান ফাতেমা আক্তার (৪) এর জন্ম-নিবন্ধন করতে ৩ বছর ধরে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোকজনের কাছে ঘুরাঘুরি করে হয়রানির স্বীকার হচ্ছেন, কিন্তু কেউ তার মেয়ের জন্ম-নিবন্ধন করে দিতে পারছেন না, পিতার জাতীয় ভোটার আইডি কার্ড ছাড়া।

এদিকে একই ইউনিয়নের নয়াচৈতা গ্রামের নুর মিয়ার ছেলে স্বামী ছালাম মিয়ার কাছ থেকে ভোটার আইডি কার্ড এর ফটোকপি আনতে পারছেন না স্ত্রী মর্জিনা খাতুন।

গত বুধবার উপজেলা বাজারে এমনি এক দৃশ্যমান নির্মম চিত্র ফুটে উঠলে, ভিক্ষুক মর্জিনা খাতুন জানায়, তিনি পনেরো বছর আগে ঢাকার গাজিপুরে গিয়েছিলেন গার্মেন্সের কাজ করতে, সেখানে তাকে বিভিন্ন প্রলোভন ভয়ভীতি দেখিয়ে জয়দেবপুর কৌটে নিয়ে গিয়ে বিয়ে করেন স্বামী ছালাম মিয়া। সেখানে তিনি দুই সন্তানের জননী হোন কিন্তু দুঃখের বিষয় দুটি সন্তানের একটিও বেঁচে নেই মারা যায়,পরে তৃতীয় কন্যা সন্তান ফাতেমাকে চার মাসের পেটে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন মর্জিনা খাতুন।

বাড়িতে আসার পর হঠাৎ ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে তার একটি হাত একটি পা পঙ্গু হয়ে যায়। এই পঙ্গুত্ব অবস্থায় স্বামী ছালাম মিয়া তাকে ছেড়ে আরেকটি বিয়ে করে অন্যত্রে চলে যায়। পেটের দায়ে এই পঙ্গুত্ব জীবন নিয়েই স্ত্রী মর্জিনা খাতুন আজ চার বছর ধরে এই কন্যা সন্তানটিকে নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে যাচ্ছেন।

এ বিষয়ে মর্জিনার স্বামী মোঃ ছালাম মিয়ার সাথে মুটো ফোনে কথা হলে তিনি জানান, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন না, স্ত্রী সন্তান কাউকেই তিনি চিনেন না, স্বীকৃতি দিতেও নারাজ।