কলমাকান্দায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মালামাল জব্দ 

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
কলমাকান্দায় অবৈধ পথে আনা ভারতীয় চিনিসহ বিজিবি ও পুলিশের যৌথ অ-ভি-যা-নে প্রায় ১৮ লাখ ১৫ হাজার টাকার মালামাল  জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বস্তা  চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।

এছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জ’ব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।তাছাড়াও  ওই গুদাম ঘর থেকে আরো ৪ লাখ ৯ হাজার ৩২০ টাকা মূল্যের ৩ হাজার ৪১১ কেজি গুড় জ’ব্দ করা হয়।

এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। এ ব্যাপারে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন  রয়েছে।