কলমাকান্দায় প্রধান শিক্ষিকার ওপর সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক প্রধান শিক্ষিকার ওপর সন্ত্রাসীদের হামলার খবর পাওয়া গেছে।

বোধবার সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা পালের নিজস্ব শিববাড়ী রোডস্ত বাসার সামনে একদল উগ্রপন্থী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

পরে তার বাসায় ডুকে টাকা পয়সা গয়নাঘাটি তার কাছে থাকা দুটি মোবাইল একটি লেপটপসহ অনেককিছুই লুটে নিয়ে যায়। আহত শিপ্রা পাল পুলিশকে ফোন করিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকেসহ তার ছোট বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়।

প্রধান শিক্ষক শিপ্রা পালের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সকালবেলা স্কাউট মিটিং চলে যেতে বাসা থেকে বের হই। রাস্তায় আমার ফোনে আমার এক প্রতিবেশি আমাকে জানায়, আপনার বাসার তালা ভাংতেছে কিছু লোক, সঙে সঙে আমি ফিরে এসে দেখি আমার বাসার সামনে একদল পরিচিত সন্ত্রাসী দাড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করতেই ওরা আমার ও আমার বোনের ওপর চড়াও হয়। আমাকেসহ আমার ছোট বোনকে মেরে রক্তাক্ত করে চলে যায়।

হাসপাতাল সুত্রে জানা যায়, শিপ্রা পালের ছোট বোন সুপ্রভার অবস্থা গুরুতর দেখে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন ময়মনসিংহ মেডিকেলে।

এদিকে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি, অভিযোগও পেয়েছি তদন্তপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে।