কলমাকান্দায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
কলমাকান্দা থেকে রীনা হায়াৎ :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে কলমাকান্দা প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শামীম (দৈনিক সমকাল), যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন (আজকালের খবর) সদস্য সচিব মো. কামাল পাশা (দৈনিক কালের কণ্ঠ), সম্মানিত সদস্য ওবায়দুল হক পাঠান (আমাদের সময়) ও রীনা হায়াৎ (দৈনিক জনতা)। গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৪৫ দিনের মধ্যে কলমাকান্দা প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবেন।