কলমাকান্দায় বই বিতরণ উৎসব পালিত
কলমাকান্দা প্রতিনিধিঃ
সারাদেশের মত কলমাকান্দায় আজ ১ জানুয়ারি সোমবার সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা সদরের কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কর্তা, মো: লিয়াকত আলী খান, একাডেমিক সুপারভাইজার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ভবতোষ পাল,কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম, শাহজাহান কবির, মডেল স্কুলের সভাপতি মাহতাব উদ্দিন মাতু প্রমুখ।