কলমাকান্দা প্রতিনিধিঃ
কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন, রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, শোক রেলী, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়।
ওইদিন সকালে প্রথমে উপজেলার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদার।
পরে উপজেলা প্রশাসন আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, ব্যাবসায়ি মালিক সমিতি, শিক্ষক সমিতি, বনিক সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং।
অপরদিকে উপজেলা আ'লীগের উদ্যোগে স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদারের নেতৃত্বে এক বিশাল শোক র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় সরকারি পাইলট স্কুলের মাঠে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত