কলমাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দায় সারাদেশের ন্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ পোগলা ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (১২ জুন) বেলায় ১১টায় বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী বালক দল শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল বাদেপোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
ইউনিয়ন ভিত্তিক এই উদ্ভোধনী ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসাবে নেত্রকোনা-১ আসনের সাংসদ সদস্য মোঃ মোস্তাক আহমেদ রুহি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, ওসমান গনি তালুকদার, হামিদুর রহমান, সমীরণ বিকাশ সরকার, মোহাম্মদ বিদ্যা মিয়া, এমদাদুল হক, আশরাফ উদ্দিন খান, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, চয়ন কুমার, মোহাম্মদ সিরাজ মিয়া, কামাল উদ্দিন, আবুল বাশার, জীবনকৃষ্ণ, চিত্তরঞ্জন মাষ্টারসহ সকল প্রধান শিক্ষকগণ।