কলমাকান্দায় বাইকের ধাক্কায় নিহত-১ গুরুতর আহত বাইক চালক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
প্রতিকী ছবি

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পাঁচুরা গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) কাঠ ব্যবসায়ী নামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় হাসপাতাল ও পরিবার সুত্রে জানা যায়, রবিবার বিকেলে তিনি গাছ বি-ক্র-য় করে গুতুরা বাজার থেকে অটো দিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে বাজার সদাইও ছিল। অটো থেকে নেমে রাস্তা পারাপারের সময় বে*প*রু*য়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা রাজ্জাককে এবং মোটরসাইকেল চালক রাজন সাহা কে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক কাঠ ব্যবসায়ী রাজ্জাককে মৃ*ত ঘোষণা করেন। ওপর দিকে আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক রাজন সাহাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক । আহত রাজন সাহা (২৮) কলমাকান্দা সদর ইউনিয়নের বিশরপাশা গ্রামের মৃ*ত মন্টু সাহার ছেলে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।