কলমাকান্দায় বাজার ডাক নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ:গুরুতর আহত-১০

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খাসখালেকশান (বাজার ডাক) নিয়ে আ’লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মাড়ামাড়ির ঘটনা সংঘটিত হয়।

শনিবার (২২ শে জুন) দুপুরে পূর্ব বাজার কলেজ মোড়ে বাজার ডাক নিয়ে আ’লীগের দু’পক্ষ চয়ন গ্রুপ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মত সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দু’পক্ষের প্রায় ৩০ জনের মত আহত হয়ে কলমাকান্দা সদর হাসপাতালে ভর্তি হলে তাদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন মিয়া, শিপন মিয়া, মজিবর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করে কলমাকান্দা জরুরি বিভাগের কর্ত্যরত চিকিৎসক। উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই রতন মাষ্টার,ফয়সাল আহমেদ রনিসহ অনেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি।

অপরদিকে মোস্তাফিজুর রহমান চয়ন, ফজলে রাব্বি হাসান, অমিত শাহ, রাসেল খানসহ অনেকেই গুরুতর অবস্থায় কলমাকান্দা হাসপাতালেই ভর্তিরত অবস্থায়।

পরে এ সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো সারা বাজার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাড়ামাড়ির সম্ভাবনা রয়েছে। লাঠিসুঠা হাতে এমপি ও চেয়ারম্যান গ্রুপের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে মহড়া দিচ্ছে। চয়ন গ্রুপের যারে যেখানেই পাচ্ছে ধাওয়া হুমকি তাড়া করে বেড়াচ্ছে।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, দুপুরে বিছিন্ন ঘটনা হলেও এখন আমরা কড়া নজরদারীতে আছি, যাতে আর কোন অঘটন না ঘটে মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।