কলমাকান্দায় বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বনভোজনের একটি বাসের চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার সরকারি খাদ্য গুদাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল চন্দ্র সরকার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কলমাকান্দা বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন বকুল। খাদ্য গুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বনভোজনের একটি বাস তাকে চাপা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই বকুল মারা যান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।