কলমাকান্দায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম জিয়ার সুস্বাস্থ্য ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) বড়উন্দ বাজার মাঠে বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বড়খাপন ইউনিয়নে এ দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে ৪নং ওয়ার্ড সভাপতি আলামিন মিয়ার সভাপতিত্বে ও জামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জিহাদ খান মৃদুল, উপজেলা যুবদলের আহবায়ক সাগর আহমেদ নাজিম,উপজেলা বিএনপির মানবাধিকার কমিটির সভাপতি পলাশ, জিয়াউর রহমান ৫ নং ইউনিয়ন বিএনপি, শাহীন আলম শাহীন, উপজেলা বিএনপির সদস্য মানিক মিয়া, আওলাদ হোসেন লিটন, উপজেলা কলেজ শাখার সিয়াম আহমেদ রাসেল,মোঃ খায়রুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতারের পূর্বে মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার বেগম জিয়ার রোগ মুক্তি ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।