কলমাকান্দায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু
কলমাকান্দা সংবাদদাতাঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় রোববার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাসতোরা নামের এক শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
মাসতোরা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মাসুদ রানার মেয়ে।
পারিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেল তিনটার দিকে মাসতোরা (৩) ঘরের বারান্দায় ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ দেয়া অবস্থায় বিদ্যুৎ স্পর্শে বিদ্যুতারিত হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ মাসতোরা কে মৃত ঘোষণা করেন।