কলমাকান্দায় বিশ্ব শিশু দিবস পালিত

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মীম, ওসি (তদন্ত) জালাল আহম্মেদ ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু।

এছাড়া শত শত শিশুদের নিয়ে বিশাল র‌্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়েছে।