কলমাকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে আলোচনা সভায়
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন গণঅভ্যুত্থানে
কলমাকান্দার শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কলমাকান্দার মোঃ আহাদুল, মোঃ সোহাগ মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও মেহেদী হাসানসহ ৪ শহীদের স্মরণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল পাঠান, এম মতিন, ওবায়দুল হক, সাইদুর রহমান ভুইয়া, টুটন ও যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক ও মহিলা দলসহ উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।