কলমাকান্দায় ব্রাক কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শনী
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ১০জন নাট্য কর্মী নিয়ে তিনদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা পরিচালনা করেন সলিল মজুমদার, সিনিয়র অফিসার (পিটি) ও সার্বিক সহযোতায় চামেলী খাতুন (ব্রাক অফিসার সেল)।
এ নাটকের মুল লক্ষ্য উদ্দেশ্য বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা মুলক প্রদশর্নী দেখিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা।
এই গণনাটক প্রদর্শনী সোমবার থেকে শুরু হয়ে বোধবার বিকেলে চান্দুয়াইল গ্রামে এ কর্মশালা শেষে গণনাটনের একটি ফ্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়। এই গণনাটক প্রদর্শনীতে শত শত স্থানীয় সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।