কলমাকান্দায় মধ্যরাতের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দায় শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি,কাপড়ের দোকানঘর সহ ১০টি দোকানঘরের মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দোকানিরা ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারের ওই দোকানগুলোতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ওই বাজারের আশপাশের অনেক দোকানঘর আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

প্রত্যক্ষদর্শী গাড়ী চালক হান্নান বলেন, ওই বাজারে প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করেন। তারই ডাক চিৎকারের বাজারের আশপাশের লোকজন ছুটে আসেন। ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।