কলমাকান্দায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
যথাযোগ্য মর্যাদায় কলমাকান্দা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিরোধযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ।

আজ ১৬ ডিসেম্বর শনিবার ভোরে উপজেলা শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি)-, কলমাকান্দা থানার ওসি ফয়জুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক,বীর মুক্তিযোদ্ধা, প্রতিরোধযোদ্ধাসহ নানা শ্রেনী-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ২০৩ জন বীর মুক্তিযোদ্ধাকে রজনীগন্ধা স্টিক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।