কলমাকান্দায় মানু মজুমদার এমপি’কে গণসংবর্ধনা
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
বাংলাদেশ আওয়ামিলীগ নেত্রকোনা জেলা কমিটির ১নং সহ-সভাপতি ও মাননীয় সাংসদ সদস্য মানু মজুমদার’কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শক্রবার ২টার দিকে উপজেলার অডিটোরিয়াম মিলনায়তন মাঠে কলমাকান্দা উপজেলার আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার দেওয়া হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ এর সভাপতিত্বে ও পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ প্রমুখ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে কলমাকান্দা-দুর্গাপুর উপজেলার সর্বস্তরের বিপুল সংখক নেতাকর্মীরা যোগ দেন।