কলমাকান্দায় মিনি স্টেডিয়াম মাঠের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর নামে বরাদ্দকৃত ৪৯.৫৬ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ২:৩০ মি. কলমাকান্দার সচেতন ছাত্র যুব সমাজের ব্যানারে “মাদকমুক্ত সমাজ চাই খেলার জন্য মাঠ চাই” স্লোগান ধারণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের নামে ২০১৯ সালে বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ “১ম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় ৪৯.৫৬ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ তুলেছেন এবং তারা অভিযোগের সুষ্ট তদন্ত করে আত্মসাৎ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধোতন কতৃর্পক্ষের নিকট দাবী জানান।