কলমাকান্দায় যুব অধিকার পরিষদের আনন্দ র‍্যালী ও ৭ দফা বাস্তবায়নে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

কলমাকান্দা প্রতিনিধিঃ
“দয়া নয় কর্ম চাই,বাচার মতো বাচতে চাই” স্লোগানে “নেত্রকোণার কলমাকান্দায় যুব অধিকার পরিষদের কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কলমাকান্দা উপজেলা শাখা। শুক্রবার (২০সেপ্টেম্বর)বিকাল ৪ টার দিকে কলমাকান্দার রেন্টি তলা প্রধান সড়কের মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন, কেন্দ্রীয় শ্রমজীবি অধিকার পরিষদের নেতা মো: তুফায়েল আহমেদ,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক কামরান আহমেদ,জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক রাশেদ খান আরিফ,সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক আশিকুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন, যুব অধিকার পরিষদ কলমাকান্দা শাখার সভাপতি মিলন আহমেদ সাগর, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আমাদের ঘোষিত সাত দফা দাবি মধ্যে রয়েছে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,  প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকুরি ব্যবস্থা, সরকারি বেসরকারি সকল বৈষম্য দুর, ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।