কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
কলমাকান্দা প্রতিনিধি:
রেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় অভিযান চালিয়ে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী । এসময় চোরাকারবারির কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী আমদানি করে আসছে।
পরে সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের দল নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
এ অভিযানে চোরাকারবারি রফিকের গুদামঘরে খাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত ভারতীয় চিনিরআনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান, কলমাকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন।