কলমাকান্দায় শাহজাহান কবীর পেলেন “গুণী শিক্ষক” সম্মাননা
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণা জেলায় “গুণী শিক্ষক” সম্মাননা পেলেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর।
নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৪ বাছাই অনুষ্ঠিত হয়।
বহু গুণের অধিকারী এই গুণী শিক্ষক তাঁর কর্মতৎপরতা দিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন, কলমাকান্দা তথা নেত্রকোণা জেলাকে সম্মানিত এবং আলোকিত করতে পারেন তাঁর জন্য কলমাকান্দা নাগরিক ও সুশীল সমাজ সার্বিক সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন ।